চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের প্রস্তুতি শীর্ষক ছায়া সংসদ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বি ইউ বি টি।
দরজায় কড়া নাড়ছে চতুর্থ শিল্পবিপ্লব। কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন প্রযুক্তি, শিল্প ক্ষেত্রে অটোমোশন ইত্যাদির মাধ্যমে উন্নত বিশ্ব সহ চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এর ন্যায় উন্নয়নশীল দেশগুলো ইতোমধ্যে চতুর্থ শিল্পবিপ্লবে প্রবেশ করেছে। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশকেও এই বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির স্বার্থে দ্রুতগতির নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও প্রযুক্তি সুবিধা, জ্বালানি, দক্ষ জনশক্তি সহ অন্যান্য খাতে উন্নয়ন সাধন করতে হবে।
এই প্রেক্ষাপটে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের প্রস্তুতি শীর্ষক ছায়া সংসদ আয়োজন করে ডিবেট ফর ডেমক্রেসি। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিইউবিটি’র বিতার্কিক দল। বিতর্ক দলের নেতা ছিলেন তানজিলা আহমেদ পিংকি, উপনেতা তারেক আজিজ ফয়সাল ও সদস্য শাহিনুর রহমান সম্রাট। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান, এম পি, তরুণ বিতার্কিকদের ভূয়সী প্রশংসা করেন। বিইউবিটি’র শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সহ প্রায় ৭০ জন এফ ডি সি’র এ টি এন বাংলা স্টুডিওতে অনুষ্ঠানটি উপভোগ করেন এবং বিতার্কিকদের উৎসাহ প্রদান করেন। পূর্ণাঙ্গ বিতর্কটি শীঘ্রই এ টি এন বাংলায় সম্প্রচারিত হবে।