• location-icon
  • contact-icon
  • BUBT NX
  • careers-icon

৭ই মার্চের ভাষণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ
Published On: 7 Mar 2023




৭ই মার্চের ভাষণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ

৭ই মার্চের ভাষণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ। ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় জাতির পিতা এ ভাষণ দেন। তিনি উক্ত ভাষণ বিকেল ২ টা ৪৫ মিনিটে শুরু করে বিকেল ৩ টা ৩ মিনিটে শেষ করেন। এ ভাষণটি ১৮ মিনিট স্থায়ী হয়। এই ভাষণে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙ্গালিদের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
 
এই ঐতিহাসিক ভাষণকে ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো ঐতিহাসিক দলিল বা “ডকুমেন্টারি হেরিটেজ” হিসেবে স্বীকৃতি দেয়। ১২টি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়। তার ভিতর জাপানের বাংলাদেশ দূতাবাস ২০১৯ সালের জুন মাসে ৭ মার্চের ভাষণটি জাপানি ভাষায় অনুবাদ করেছে। পূর্বে ভাষণটি ইংরেজি ভাষায় অনূদিত হলেও বিদেশি ভাষা হিসেবে জাপানি ভাষায় প্রথম অনূদিত হয়।

BUBT

Bangladesh University of Business and Technology

Rupnagar, Mirpur-2, Dhaka-1216, Bangladesh
Phone: 4803-6351, 4803-6352, 4803-6353
Admission Hotline Number: 01810033733
Cell: 01810033701, 01810033702, 01810033703
01810033704, 01810033705, 01810033706
01967169189, 01845734337, 01680050630
Email: info@bubt.edu.bd