২১ অক্টোবর ২০২৪ সোমবার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিইউবিটি’তে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয়ের সাথে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো থেকে আগত ব্যক্তিত্বদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই বিশেষ অনুষ্ঠানে প্রায় ২৫টি গণমাধ্যমের প্রতিনিধি ও অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিরা বিইউবিটি'র সাথে তাদের দীর্ঘমেয়াদী সম্পর্কের বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সুন্দর সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। তাঁরা বিইউবিটির শিক্ষাক্ষেত্রে অবদান, উন্নয়ন কার্যক্রম এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিইউবিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী সাংবাদিকদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "বিইউবিটির সাফল্য ও অগ্রযাত্রায় গণমাধ্যমের সহায়তা সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আপনাদের এই অব্যাহত সহযোগিতা আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে।" উপাচার্য মহোদয় ভবিষ্যতে বিইউবিটির বিভিন্ন কার্যক্রম ও সফলতাগুলো আরও ব্যাপকভাবে প্রচার করতে সাংবাদিকদের কাছে সহযোগিতার আহবান জানান। তিনি আরও বলেন,"এআই প্রযুক্তি শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করছে। বিইউবিটি শিক্ষা ও গবেষণায় এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে, যাতে শিক্ষার্থীরা বৈশ্বিক মানের শিক্ষা পেতে পারে এবং গবেষণায় নতুন সুযোগ তৈরি হয়। তিনি গবেষণার গুরুত্ব সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করেন এবং সকল শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য গবেষণার উদ্দেশ্যে এক কোটি টাকার বিশেষ ফান্ড বরাদ্দের কথা জানান। উপাচার্য বলেন, "গবেষণা আমাদের প্রতিষ্ঠানের অগ্রগতির মূল ভিত্তি। এই ফান্ড শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও গবেষণার জন্য সহযোগিতা করবে।"
এছাড়াও, উপাচার্য গণমাধ্যম ব্যক্তিত্বদের নিশ্চিত করেন যে, বিইউবিটি শিক্ষার্থীদের দেশের বাইরের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যার মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ইউনিট কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সম্মানিত রেজিস্ট্রার ড. মো: হারুন-অর-রশিদ তিনি বক্তব্যে গণমাধ্যমের প্রতিনিধিদের এ আয়োজনে অংশগ্রহণ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিইউবিটি'র শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে যে সকল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা তুলে ধরেন। এছাড়াও, প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে বিইউবিটি’র শিক্ষার মানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়ে আলোকপাত করেন এবং বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
Bangladesh University of Business and Technology
Rupnagar, Mirpur-2, Dhaka-1216, Bangladesh
Phone: 02-4803-6351, 02-4803-6352, 02-4803-6353
One Stop Service Center: 01810033740 (for BUBT current students)
Admission Hotline Number: 01810033733
Cell: 01810033701, 01810033702, 01810033703
01810033704, 01810033705, 01810033706
Email: info@bubt.edu.bd
© 2025 BUBT. Total Visitors: 16712834